12 Secember, 2024

BY- Aajtak Bangla

কীভাবে আত্মা বেছে নেয় মানব শরীর? 

জন্মালেই মরিতে হবে। জীবন ও মৃত্যু অবশ্যম্ভাবী। জীবনচক্র থেমে থাকে না।  

ভারতীয় সংস্কৃতিতে দেহের মৃত্য হলেও আত্মা বেঁচে থাকে। আত্মার কোনও মৃত্যু বা ক্ষয় নেই।

জীবন, আত্মা এবং দেহ সম্পর্কিত জটিল ধাঁধার উত্তর দিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর।

শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন পোশাক বদল করে তেমন আত্মাও শরীর পরিবর্তন করে। কীভাবে আত্মা শরীর বেছে নেয়?

শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, দেহ আত্মার জন্য পোশাকের মতো। দেহ যে ধরণের আত্মা বেছে নেয় তা কর্মের উপর নির্ভর করে।

রবিশঙ্কর ব্যাখ্যা করেন, আর্থিক সামর্থ্য অনুযায়ী পোশাক কেনেন মানুষ। তেমনই আত্মাও কর্মের ফলের উপর শরীর বাছে।

কর্মফলও অর্থের মতো। যা নির্ধারণ করে আপনি কী ধরনের শরীর পাবেন। ভাল কর্ম করা তাই জরুরি।

'আপনি কতটা সন্তুষ্ট, সুখী, প্রেমময় ও দয়ালু, তা আপনার কর্মফল নির্ধারণ করে।

কারও প্রতি ঘৃণা, প্রতারণা ও পাপ করলে কর্মফল খারাপ হয়ে যায়।

তাই পরজন্মের কথা মাথায় রেখে মানুষের উচিত জীবনভর সঠিক পথে চলা, সুকর্ম করে চলা।