14 June, 2024

BY- Aajtak Bangla

বিস্ফোরণ থেকে বাঁচতে কতদিন পর পুরনো এসি পাল্টাবেন?

কিছুদিন আগে বেশকিছু জায়গায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পরে জানা যায়, পুরনো এসি-র কারণেই এই বিস্ফোরণ হয়েছে।

এসি-র লিকেজ বা সময়মতো সার্ভিসিং না করাতেই এমন ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

প্রশ্ন উঠছে একটি এসি নিরাপদে কত বছর ব্যবহার করা যাবে?

এসির কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হয়। আপনি কমপক্ষে ১০ বছর ধরে একটি এসি ব্যবহার করতে পারেন।

আপনি সহজেই ৮ থেকে ১০ বছরের জন্য একটি উইন্ডো এসি ব্যবহার করতে পারেন। আর স্প্লিট এসি ১০ থেকে ১৫ বছর চলতে পারে।

তবে দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

আপনি যদি এসি সময়মতো সার্ভিসিং করেন এবং এটি রক্ষণাবেক্ষণ করেন তবে এটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে।

তবে সময়মতো এসি সার্ভিস না করলে তা মারাত্মক হতে পারে। এতে বিস্ফোরণ বা আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে।

গ্রীষ্মকাল শুরুর আগে এসি সার্ভিসিং করালে, এসি ভাল থাকে।