3rd July, 2024
BY- Aajtak Bangla
সাপকে সবাই ভয় পায়। আর সাপ বাড়িতে যদি ঢুকে আসে তাহলে তো রক্ষে নেই।
বর্ষার সময়ে বাড়িতে সাপ ঢুকে আসা খুবই সাধারণ বিষয়। সেটাকে দেখতে পেয়ে যদি তাড়িয়ে দেন তাহলে শান্তি।
কিন্তু সাপ ঢোকার পর হঠাৎ করে বাড়ির মধ্যেই গায়েব হয়ে গেল সেক্ষেত্রে সাবধান থাকতে হবে বইকি।
কিন্তু জানেন কি বাড়িতে সাপ ঢুকলে তা আপনার বাড়িতে কতক্ষণ লুকিয়ে থাকে, না জানলে জানুন।
বিভিন্ন কারণ রয়েছে সাপ আপনার বাড়িতে ঠিক কতক্ষণ গা ঢাকা দিয়ে থাকবে।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
যার মধ্যে অন্যতম হল সাপটি কত বড়, লুকিয়ে থাকার জায়গা রয়েছে কিনা, খাবার-জল পাচ্ছে কিনা। এছাড়াও সাপটি ইচ্ছাকৃতভাবে ভিতরে আশ্রয় চাইছে বা দুর্ঘটনাক্রমে বাড়িতে ঢুকে পড়েছে কিনা।
সাপ সবসময় ছোট, গোপন জায়গা খোঁজে আশ্রয়ের জন্য। আর যদি কেউ তাকে বিরক্ত না করে তাহলে বাড়ির সেই জায়গায় অনিদির্ষ্টকালের জন্য সে থাকতে পারে।
বাড়িতে যদি সাপ তার খাওয়ার মতো ইঁদুর ও জল পায় তাহলে আপনার বাড়ির স্থায়ী অতিথি হয়েই থাকবে সাপ।
আপনি যদি সন্দেহ করেন যে সাপ আপনার বাড়িতে লুকিয়ে আছে তাহলে যথাযথ ব্যবস্থা নিন।
কোথায় লুকিয়ে রয়েছে সাপ সেটা খুঁজে বের করে তাকে বাড়িছাড়া করে দেওয়ার বন্দোবস্ত করুন।