25 March, 2025

BY- Aajtak Bangla

কতদিন টাটকা থাকে পাউরুটি? জেনে নিন চটপট

বাঙালির রান্নাঘরে নিয়মিত সদস্য পাউরুটি। অধিকাংশ বাড়িতেই চটজলদি প্রাতঃরাশ হল এই পাউরুটি।

ব্রেকফাস্ট

মিষ্টি থেকে নোনতা অনেক ধরনের পদ তৈরি হয় এই পাউরুটি দিয়ে।

পাউরুটি দিয়ে হরেক পদ

বাজার থেকে কেনা পাউরুটি অনেকেই অনেকদিন ধরে ফ্রিজে রেখে খেয়ে থাকেন।

বাজার থেকে কেনা

ময়দা দিয়ে তৈরি এই পাউরুটি শরীরের জন্য একেবারেই ঠিক নয়।

পাউরুটির অপকারিতা

পাউরুটি অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে কোলেস্টেরল ও শর্করার মাত্রা বাড়ে, যা হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

একাধিক রোগ

ময়দার তৈরি পাউরুটি খেলে ওজনও বাড়ে। তবে আটার তৈরি বা ব্রাউন ব্রেড শরীরের জন্য অতটা ক্ষতিকর নয়।

ওজন বাড়ে

বাজারজাত পাউরুটির আয়ু ঘরের উষ্ণতায় পাঁচ থেকে সাত দিন ভাল থাকে।

পাউরুটি কতদিন টাটকা থাকে

এই সময়কাল পেরিয়ে গেলে সেই পাউরুটি আর না খাওয়াই ভাল।  

বাসি পাউরুটি