টোটো কতক্ষণ চার্জ দিতে হয়? জানলে চমকে উঠবেন?

BY- Aajtak Bangla

10 January, 2025

শহর, মফস্বল ও গ্রামে এখন রাস্তায় রাস্তায় টোটো। সহজে যাতায়াতের সুবিধাও হচ্ছে, অনেকের রুজি-রুটিও।

শুধু পশ্চিমবঙ্গ নয়। দেশজুড়েই টোটোর জনপ্রিয়তা বেড়েছে। 

টোটো বা ই-রিকশা ব্যাটারির মাধ্যমে চলে। কিন্তু কতক্ষণ চার্জ দিতে হয় জানেন?

আসলে সব টোটো চার্জ করতে সমান সময় লাগে না। ব্যাটারি ক্যাপাসিটির উপর সেটা নির্ভর করে। ব্যাটারি চার্জ করার জন্য ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ব্যবহার করা হয়। 

ব্যাটারির ক্ষমতা, ব্যাটারি চার্জারের পাওয়ারের উপর পুরোটা নির্ভর করে। আপনাদের একটি আন্দাজ দেওয়া যাক।

১২ ভোল্ট ১০০ আম্পেয়ার ব্যাটারি চার্জ করতে ১২০০ ওয়াটের প্যানেল এবং কন্ট্রোলার লাগে। এটি চার্জ দিতে কতক্ষম লাগে?

এই ব্যাটারি ফুল চার্জ করতে ১০ ঘণ্টা সময় লাগে।

ই-রিকশায় সাধারণত একাধিক ব্যাটারি ব্যবহার করা হয়।

ই-রিকশার ব্যাটারি চার্জ করতে সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগে। তবে, ব্যাটারির ক্ষমতা, মডেল, এবং চার্জারের ধরনের উপর নির্ভর করে ।