BY- Aajtak Bangla

৪ জনের পরিবারে ৫ কেজি চাল কতদিন চলবে? জেনে রাখা দরকার

16th March, 2025

যে কোনও বাঙালি পরিবারেই ভাত খাওয়ার রেওয়াজ রয়েছে।

শুধু বাঙালি পরিবার কেন, দেশের যে কোনও প্রান্তের বাসিন্দারাই ভাত খেয়ে থাকেন।

দুপুরে হোক বা রাতে একবেলা ভাত না খেলে শরীর কেমন ঝিমিয়ে পড়ে।

তাই যতই ডায়েট করুন না কেন শরীর একটু হলেও ভাত দরকার।

প্রতি দু-তিন মাস অন্তরই পরিবারে চালের দরকার হয়। 

কারোর বাড়িতে ২ কেজি আবার কারোর বাড়িতে ১০ কেজি চাল লাগে।

কিন্তু জানেন কি ৪ জনের পরিবারে ৫ কেটি চাল ঠিক কতদিন চলবে?

এটা জানা থাকলেই সংসারের অনেক খরচ বাঁচাতে পারবেন।

যদি ধরে নেওয়া যায় যে পরিবারের ৪ জনই প্রাপ্তবয়স্ক এবং গড়ে ১২৫ গ্রাম করে দুবেলা ভাত খায়।

তাহলে সেই পরিবারে ৫ কেজি চাল চলবে ১০-১২ দিন।