BY- Aajtak Bangla
13 FEB, 2025
আমাদের পৃথিবী থেকে চাঁদ কত দূরে? উত্তর হল ২৫০,০০০ মাইল অর্থাৎ ৩৮৪,৪০০ কিলোমিটার দূরে।
যদি আমরা গাড়িতে ভ্রমণ করি তাহলে আমরা এই দূরত্বটি ১৩০ দিনে যেতে পারি। তবে মাধ্যাকর্ষণ, স্থান এবং উচ্চতার কারণে গাড়িটি আসলে সেখানে যেতে পারবে না। রকেট থেকে চাঁদে যেতে ১৩ ঘণ্টা লাগে।
আমাদের যদি এমন একটি যান থাকে যা আলোর গতিতে যেতে পারে তবে সেখানে পৌঁছতে ১.৫২ সেকেন্ড সময় লাগবে।
আচ্ছা, এই প্রশ্নটা আপনার মনে আসতেই পারে যে আমরা যদি পায়ে হেঁটে চলে যাই তাহলে এই দূরত্ব কতক্ষণে অতিক্রম করব।
আমরা যদি চাঁদে অবতরণ করি এবং একটি চিহ্ন তৈরি করি তবে এটি এক বা দুই বছর নয়, কমপক্ষে ১০ মিলিয়ন বছর ধরে দৃশ্যমান হবে। কারণ চাঁদে ক্ষয় দ্রুত ঘটে না।
তাহলে চলুন জেনে নেওয়া যাক পায়ে হেঁটে চাঁদে যেতে কত সময় লাগবে?
আমরা যদি ঘণ্টায় তিন মাইল হাঁটতে থাকি এবং দিনে ২৪ ঘণ্টা একটানা হাঁটতে থাকি, তাহলে আমরা এই দূরত্বটি ৯.৫ বছরে অতিক্রম করব।
যদি আমরা ১২ ঘণ্টা হাঁটি তবে ওই গতিতে আমরা ১৯ বছরে এই দূরত্বটি অতিক্রম করব।
আর হ্যাঁ, যদি আমরা দিনে ১৪ ঘণ্টা হাঁটি তবে ১৪ বছরে আমরা সেখানে পৌঁছব।