1 JULY 2025

BY- Aajtak Bangla

প্ল্যাস্টিকের বোতলে কতদিন জল খাওয়া নিরাপদ? জেনে নিন

অনেকক্ষেত্রেই দেখা যায় একই জলের বোতলে দিনের পর দিন জল খাওয়া হচ্ছে। বদল করা হচ্ছে না গাফিলতি করেই। 

অনেকেরই ধারণা যেহেতু আমরা একা একটি বোতল ব্যবহার করা হচ্ছে, অতএব তাতে কোনও অসুখ হওয়ার সম্ভাবনা নেই। 

 বৈজ্ঞানিকরা জানিয়েছেন, এটি একেবারে ভুল ধারণা। কোনও ব্যক্তি একা একটা বোতল ব্যবহার করলেও তা থেকে অসুখ হওয়ার সম্ভাবনা থাকে।

প্লাস্টিক স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তাই প্লাস্টিকের বোতলও একটানা ব্যবহার করা উচিত নয়। 

রাস্তাঘাটে ভরসা সেই প্লাস্টিকের বোতল। কিন্তু প্লাস্টিকের বোতল ব্যবহার করার সময় কিছু বিষয় মাথায় রাখা খুবই দরকার। 

প্রতিবার প্লাস্টিকের বোতল ব্যবহার করার পর গরম জলে সাবান দিয়ে বোতলটিকে ভালো ভাবে ধুতে হবে। তারপর সেটিকে ভালো ভাবে শুকোতে হবে। 

বিশেষজ্ঞরা বলেন,  প্লাস্টিকের বোতল একবারের বেশি কখনওই ব্যবহার করা উচিত্‌ নয়।

একান্তই যদি ব্যবহার করা হয়, তাহলে সংক্রমণ এড়াতে অবশ্যই ভালো করে গরম জলে ধুয়ে নেওয়া প্রয়োজন।

সর্বোপরি বোতলে মুখ দিয়ে খাওয়া কখনওই উচিৎ নয়।