BY- Aajtak Bangla

মুখ্যমন্ত্রীর টিপসেই বোরোলিনের বিক্রি বেড়েছে, গল্পটা জানেন?

27 December, 2024

বাঙালিদের অনেকেই শীতকালে বোরোলিন ব্যবহার করেন। অনেক দামি ক্রিম ব্যবহারকারীরাও রাতে ঠোঁটে বোরোলিন মাখেন।

বোরোলিনের ইতিহাস অনেক পুরানো। কিন্তু আদি বোরোলিনকে নতুন করে বাজারে আনার পিছনে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, সেটা জানতেন?

শিল্প ও মার্কেটিং নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা টিপস দেন। তেমনই টিপস দিয়েছিলেন বোরোলিনের নির্মাতাদেরও।

গত বছর এক অনুষ্ঠানে মমতা জানিয়েছিলেন, তিনি নিজে ডেকে পাঠিয়ে বোরোলিনের নির্মাতাদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেছিলেন, বোরোলিন টিউব-কৌটোয় শক্ত হয়ে যাচ্ছে। এই কারণে বিক্রি কমছে।

বোরোলিন একটু সফ্ট, আধুনিক করার পরামর্শ দেন তিনি। যাতে ঠোঁটে দিলে সেই মোটা-আঠালো ফিল না হয়।

এর পাশাপাশি চন্দন ফ্লেভারের বোরোলিন করার পরামর্শও দেন। এর ফলে নতুন রূপে ফের বাজারে বিক্রি বাড়ে বোরোলিনের। 

এখন টিউবের পাশাপাশি ছোট, কম দামের কৌটোতেও বোরোলিন বিক্রি হয়।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই ছোটো ছোটো বিভিন্ন বুদ্ধিতেই ব্যবসায় অনেক কিছু করা যায়।