3 March 2025
BY- Aajtak Bangla
মানুষের শরীরে কতগুলো হাড় থাকে? অনেকেই ভুলটা জানে
একজন মানুষের শরীরে কতগুলো হাড় থাকে? এই প্রশ্নটার সঙ্গে সবাই কমবেশি পরিচিত।
তবে সঠিক উত্তর সবাই দিতে পারেন না। কেউ বলেন ৩০০ টি আবার কারও মতে ২০৬টি।
সত্যিটা হল একজন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে ২০৬টি হাড় থাকে।
কিন্তু একজন শিশু যখন জন্মায় তখন ৩০০ টিরও বেশি হাড় থাকে।
কিন্তু যত সে বড় হতে থাকে ততই অনেক হাড় একসঙ্গে জুড়ে যায়।
মানবদেহের হাতে সবচেয়ে বেশি হাড় থাকে। এক হাতে ২৭টি হাড় থাকে, তাই উভয় হাতে ৫৪টি হাড় থাকে।
পায়ের প্রতিটিতে ২৬টি হাড় রয়েছে, উভয় পায়ে মোট ৫২টি হাড় রয়েছে।
শরীরের সবচেয়ে বড় হাড় হল ফিমার বা উরুর হাড় এবং সবচেয়ে ছোট হল মধ্যকর্ণের স্টেপস।
হাড়গুলি দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা দেয়, লোহিত এবং শ্বেত রক্তকণিকা তৈরি করে।
Related Stories
১ মাস এভাবে জোয়ান খেয়ে দেখুন, তারপর দেখুন কী হয়?
আম গাছপাকা না কার্বাইডে? এই গন্ধ পেলেই বুঝে নিন
রোজকার এই ৭ অভ্যাসের কারণে হয় অর্শ, জেনে সাবধান হোন
শরীরের এই সব জায়গায় লোম থাকা সৌভাগ্যের লক্ষণ, লক্ষ্মীমন্ত