23 MARCH, 2025

BY- Aajtak Bangla

সপ্তাহে কত পিস মাছ খাওয়া উচিত? জানুন ডায়েটিশিয়ানের টিপস 

কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে মাছ খেলেই তো হল না। মাছও খেতে হবে নিয়ম মেনে। তবেই সুস্থ থাকবেন। ব্রেন হবে সুপারফাস্ট। সপ্তাহে কটা মাছ খাবেন জানালেন ডায়েটিশিয়ান নবারুনা গঙ্গোপাধ্যায়

বাঙালির মাছ প্রীতি

মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। যাঁরা বেশি মাছ খান তাঁদের মস্তিষ্ক বেশি সচল ও সক্রিয় থাকে। 

মাছে কী থাকে?

সপ্তাহে কম করে তিনদিন মাছ খাওয়া উচিত। এর থেকে বেশি মাছ খেলে ভালো। তাতে প্রোটিন, আয়োডিন, ভিটামিন ডি, ফসফরাস যায় শরীরে। 

কমপক্ষে কতবার মাছ খাবেন?

 সেজন্য ইলিশ, গুরজাওলি, আড়, ম্যাকারেল, ভেটকি, পমফ্রেট, বোয়াল, চিতল, পাকা রুই ও কাতলা মাছ খাওয়া ভালো।

কোন কোন মাছ খাবেন?

হৃদপিণ্ডকে সুস্থ রাখতে ও ব্লাড প্রেসার ঠিক রাখতে পাতে মাছ রাখা উচিত।

হার্ট সুস্থ রাখে

যদি তিনদিন মাছ খান তাহলে পাতে অন্তত ৭০ থেকে ৭৫ গ্রাম ওজনের মাছ রাখা উচিত।

কতটা করে খাবেন?

সপ্তাহে তিন দিন বা বেশি মাছ খেলে মস্তিষ্কের নিউরন কোষ অনেক বেশি সুগঠিত ও বেশি কর্মক্ষম হয়। 

মাস্তিস্ক ভাল রাখে

যে কোনও বয়সের লোকেরা মাছ খেতে পারেন। বাচ্চা থেকে বুড়ো মাছ সবার জন্য।

সবাই মাছ খেতে পারবেন?

যেসব ৬০ পেরনো মানুষ সপ্তাহে দু-দিন বা তার বেশিদিন মাছ খান তাঁদের দৃষ্টিশক্তি ভাল থাকে।