2 June, 2024

BY- Aajtak Bangla

সারাদিনে সবচেয়ে বেশি কতক্ষণ এসি চালানো যেতে পারে?  

এসি চালানোর সময় ছোট্ট ভুলে হতে পারে শর্ট সার্কিট। তার জেরে পুড়ে ছাড়খাড় হতে পারে আস্ত বাড়ি। নয়ডার এক ফ্ল্যাটে এমনই ঘটনা ঘটেছে। 

তাহলে এসি কীভাবে চালানো সবচেয়ে নিরাপদ? কতক্ষণ চালানো  যেতে পারে?

আবার এসি চালানোর সময় কোন কোন বিষয় খেয়াল রাখা দরকার, সেই প্রশ্নও থাকে অনেকের মনে। 

এসি কোনও সময় একটানা ২৪ ঘণ্টা চালাতে নেই। ২৪ ঘণ্টার মধ্যে খুব বেশি হলে ১০ ঘণ্টা এসি চালান।

এসি- ২৪ ঘণ্টা চালালে এর ভিতরে থাকা পার্টস গরম হয়ে যায়। ফলে আগুন লাগার সম্ভাবনা বেড়ে যায়। তাই এসি-কেও বিশ্রাম দেওয়া প্রয়োজন।সঞ্চালন বাড়ায়।

এসি থেকে আগুন লাগার অন্যতম একটা কারণ হল, সার্ভিসিংয়ের অভাব। সেজন্য সিজনের শুরুতেই এসি সার্ভিসিং করিয়ে নিন। 

AC-র আউটডোর ইউনিটের স্বাস্থ্য পরীক্ষা করাও উচিত। কখনও চড়া রোদে AC-র আউটডোর বসানো উচিত নয়। দেওয়ালে যেন গার্ড থাকে, সেভাবে আউটডোর ইউনিট বসান। 

যদি এভাবেই আউটডোর ইউনিট বসান তবেই এসির ভিতরে থাকা ফ্যান ঘরের গরম বাতাসকে টেনে বাইকে বের করে দেবে

আবার সেই ফ্যান যদি ঠিক মতো কাজ না করে তাহলে কিন্তু মহাবিপদ। তখন এসি-র ভিতরটা গরম হয়ে গিয়ে আগুন ধরে যেতে পারে। 

এসি চালানোর সঙ্গে সঙ্গে কখনও তাপমাত্রা একধাক্কায় কমিয়ে দেবেন না। তাহলে শর্ট সার্কিটের সম্ভাবনা বেড়ে যায়।