BY- Aajtak Bangla

দিনে ঠিক কতক্ষণ পড়াশোনা করা উচিত? টিপস দিলেন সুধামূর্তি

6th October, 2024

ছাত্রজীবন হল নিজেকে গড়ে তোলার মুহূর্ত। তবে সব ছাত্র-ছাত্রীদেরই পড়াশোনা করা নিয়ে বেশ অনীহা দেখা যায়।

তবে সুধামূর্তি এই বিষয়ে ভাল কিছু টিপস দেওয়ার পাশাপাশি বলেছেন যে ছাত্রদের ঠিক কতক্ষণ পড়াশোনা করা উচিত।

সুধামূর্তির মতে, পড়াশোনা করার জন্য আলাদা কোনও নিয়ম নেই। তবে কিছু অভ্যাস তৈরি করে নেওয়া এইসময় দরকার।

সুধামূর্তির মতে, রোজ ১ ঘণ্টা করে হলেও নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত।

একদিন প্রচুর পড়াশোনা করে বাকি দিন ফাঁকি দিলে নিজেকেই ফাঁকি দেওয়া হবে।

যেটাই পড়বেন সেটাই রিভাইস করার অভ্যাস গড়ে নিন। সঙ্গে লেখার অভ্যাস থাকাও দরকার।

সফল হতে চাইলে শর্টকাটে কিছু করবে না। যে বিষয়টা নিয়ে পড়বে সেটাই খুঁটিয়ে পড়ার চেষ্টা কর।

পড়ার টেবিলে মোবাইল ফোন রাখবে না। সুধামূর্তি বলেছেন, পড়ার সময় শুধুই পড়াতেই মনোযোগ করা দরকার।

সুধামূর্তির কথায়, প্রতিদিন নিজের টার্গেট সেট করুন। টার্গেট পুরো করতে পারলে নিজেকে পুরস্কার দিন। এতে পড়তে ভালো লাগবে।

সুধামূর্তি আরও বলেন, রোজের পড়া রোজ করে নিন। পড়া জমিয়ে রাখবে না। এতে পড়ুয়াদেরই ক্ষতি।