BY- Aajtak Bangla

১০০ সিসির বাইকে কত কিলোমিটারে মবিল পাল্টান? অনেকেই ভুল করেন

22 May, 2025

ছেলেদের সবারই একটা দারুণ কুল বাইকের স্বপ্ন থাকে। 

প্রথম বার পরিবর্তন: নতুন বাইক কিনলে প্রথম ৫০০–৭৫০ কিমি চালানোর পরই প্রথম মবিল পরিবর্তন করা উচিত।

প্রতি ২০০০–২৫০০ কিমি অন্তর: সাধারণত ১০০ সিসির বাইকে প্রতি ২০০০–২৫০০ কিমি পর পর মবিল বদলানো বাঞ্ছনীয়।

ইঞ্জিনের দীর্ঘজীবনের জন্য: নিয়মিত ইঞ্জিন অয়েল বদলালে বাইকের ইঞ্জিন সুস্থ ও দীর্ঘস্থায়ী হয়।

স্মুদ পারফরম্যান্স: ঠিক সময়ে মবিল বদলালে বাইকের পারফরম্যান্স ভালো থাকে ও ফুয়েল এফিসিয়েন্সি বাড়ে।

মবিলের মান: নির্দিষ্ট কোম্পানি ও বাইকের মডেল অনুযায়ী নির্ধারিত গ্রেডের মবিল ব্যবহার করুন।

কন্ডিশনের উপর নির্ভর: যদি বাইকটি রাফ ইউজ বা ধুলোবালির মধ্যে বেশি চলে, তাহলে আরও কম ব্যবধানে মবিল পরিবর্তন করুন (১৫০০–২০০০ কিমি)।

অ্যাথেনটিক সার্ভিসিং: বাইক কোম্পানির অথরাইজড সার্ভিস সেন্টারে মবিল পরিবর্তন করানো ভালো।

কালার চেক করুন: পুরনো মবিল কালচে বা ঘন হয়ে গেলে তা বদলানোর সময় হয়ে গেছে।