BY- Aajtak Bangla

৫০০ ময়দায় কটা লুচি হবে? অনেক পাকা রাঁধুনিই জানেন না

17th February, 2025

জলখাবার হোক বা দুপুরের মধ্যাহ্নভোজে কিংবা রাতের নৈশ আহার, লুচির কদর বরাবরের।

লুচি প্রিয় বাঙালি কখনই না বলতে পারেন না। যত দাও তত খাবে।

লুচির সঙ্গে বেগুন ভাজা, সাদা আলুর তরকারি, কষা মাংস, ছোলার ডাল, আলুভাজা দারুণ লাগে খেতে।

পাল যুগের খাস্তা লুচিই বর্তমানে বাংলার অন্যতম জনপ্রিয় নোনতা খাবার লুচি।

ময়দা ও আটা দুই জিনিস দিয়েই লুচি তৈরি করা হয়।

তবে ময়দার লুচির স্বাদ একেবারে অন্যরকম।

কিন্তু জানেন ৫০০ গ্রাম ময়দায় ঠিক কটা লুচি হতে পারে আর তা কজনই বা খেতে পারে।

হিসেব বলছে, ৫০০ গ্রাম ময়দায় ১০ থেকে ১২টা ছোট মাপের লুচি হবে।

আর একটু বড় সাইজের লুচি হলে তাতে ৮ থেকে ১০ টা লুচি হওয়ার সম্ভাবনা রয়েছে।