29 AUGUST, 2024
BY- Aajtak Bangla
জ্বর হলে দিনে ক'টা প্যারাসিটামল খাওয়া যায়? জানুন ডাক্তারের মত
রোজই বৃষ্টি হচ্ছে বাংলায়। আর এর মধ্যে বেশ কিছু ভাইরাস ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে।
এর ফলে বেড়েছে জ্বরের প্রকোপ। আর একবার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরই সকলে চটজলদি প্যারাসিটামল খেয়ে চলেছেন। তাতেই নিয়ন্ত্রণে আসছে জ্বর।
প্যারাসিটামল খাওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। এক্ষেত্রে খালি পেটে এই ওষুধ খাওয়া চলবে না। তাতে সমস্যা হতে পারে।
অল্প কিছু খাবার খাওয়ার পর প্যারাসিটামল জল দিয়ে গিলে নিন। তাতেই ওষুধ ঠিকঠাক কাজ করবে। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
প্রসঙ্গত, আপনার ওজন যদি ৬০ কেজি-এর কম হয়, তাহলে প্যারাসিটামল ৫০০ খেতে পারেন। আর ওজন ৬০-এর বেশি হলে প্যারাসিটামল ৬৫০ খাওয়া জরুরি।
একজন সুস্থ-সবল ব্যক্তি দিনে ৬টি প্যারাসিটামল খেতে পারেন। এক্ষেত্রে ৪ ঘণ্টা অন্তর অন্তর এই ওষুধ খাওয়া যায়।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই ৬টি প্যারাসিটামল খাওয়ার দরকার পড়ে না। বরং দিনে ৪টি খেলেই জ্বর নিয়ন্ত্রণে চলে আসে।
তাই অহেতুক অত্যধিক সংখ্যায় প্যারাসিটামল খাবেন না।
তবে দীর্ঘদিন প্যারাসিটামল খেতে থাকলে লিভারের সমস্যা হয়ে পারে।
Related Stories
শীতের সন্ধ্যায় রোজ চলুক মোমো, সুস্বাদু এবং স্বাস্থ্যকর, এভাবে বানান
গরম ভাতে ঘি কিংবা ডালের সঙ্গে শীতে বেগুনভাজার সেরা রেসিপি
ছেলে বা মেয়েরা প্রস্রাবের সময় এই ৫ ভুল করলেই মারণ রোগ
প্রস্রাব দিয়ে বেরোবে ইউরিক অ্যাসিড, সকালে খান এই দানা ভেজানো জল