26th January, 2025

BY- Aajtak Bangla

১ কেজি রুই মাছে কতগুলো পিস হয়? জানালেন মাছওয়ালা

মাছপ্রিয় বাঙালির রান্নাঘরে অহরহ যাতায়াত রুই মাছের।

প্রায় প্রতিদিনই বাঙালির পাতে এই রুই মাছ পড়তে দেখা যায়।

রুই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিতে ভরপুর।

দই মাছ, মাছের ঝোল, সর্ষে দিয়ে মাছ, রুই ভাপা সহ একাধিক বাঙালি পদ রান্না হয়ে থাকে।

অনেকেই বাজারে যান মাছ কিনতে। ১ কেজি বা দেড় কেজি রুই মাছ কিনে আনেন একবারে।

কিন্তু অনেকেই জানেন না যে ১ কেজি রুই মাছে ঠিক কতগুলো পিস হয়।

আর এটা না জানার ফলে অনেকেই ঠকে যেতে পারেন।

তাই জেনে নিন ১ কেজি রুই মাছে ঠিক কতগুলো পিস হতে পারে?

১ কেজি রুই মাছ থেকে যদি মাঝারি সাইজের পিস হয় তাহলে ৭ থেকে ৯টি পিস হতে পারে।

তবে কেউ যদি একটু ছোট সাইজের খেতে চান তাহলে সেটা ৯ থেকে ১১ পিস মতনও হতে পারে।