17 March, 2025

BY- Aajtak Bangla

১ কেজি রুই মাছে কতগুলো পিস হয়? জানালেন মাছওয়ালা

মাছপ্রিয় বাঙালি মাছপ্রিয় বাঙালির রান্নাঘরে অহরহ যাতায়াত রুই মাছের।

বাঙালির প্রিয় রুই প্রতিদিনই বাঙালির পাতে এই রুই মাছ পড়তে দেখা যায়।

রুই মাছ খেতে দারুণ রুই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিতে ভরপুর।

মাছের একাধিক পদ  দই মাছ, মাছের ঝোল, সর্ষে দিয়ে মাছ, রুই ভাপা সহ একাধিক বাঙালি পদ রান্না হয়ে থাকে।

বাজারে যান মাছ কিনতে  অনেকেই বাজারে যান মাছ কিনতে। ১ কেজি বা দেড় কেজি রুই মাছ কিনে আনেন একবারে।

 ১কেজি রুই মাছ  কিন্তু অনেকেই জানেন না যে ১ কেজি রুই মাছে ঠিক কতগুলো পিস হয়।

জেনে নিন হিসাবটা  আর এটা না জানার ফলে অনেকেই ঠকে যেতে পারেন।

১ কেজিতে কতগুলো   তাই জেনে নিন ১ কেজি রুই মাছে ঠিক কতগুলো পিস হতে পারে?

কটা পিস হয়?  ১ কেজি রুই মাছ থেকে যদি মাঝারি সাইজের পিস হয় তাহলে ৭ থেকে ৯টি পিস হতে পারে।

চাইলে ছোট পিস করতে পারেন  তবে কেউ যদি একটু ছোট সাইজের খেতে চান তাহলে সেটা ৯ থেকে ১১ পিস মতনও হতে পারে।