22st September, 2024

BY- Aajtak Bangla

কতদিন পর চিরুনি পরিষ্কার করা উচিত? জানেন না নিশ্চয়ই

চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য অটুট রাখতে সঠিক উপায়ে যত্ন নেওয়া জরুরি। কেবল তেল আর শ্যাম্পু ব্যবহার করলেই চলবে না, নিয়মিত চুল আঁচড়ানোও জরুরি। 

তাই ত্বক বিশেষজ্ঞরা দৈনিক কয়েকবার সঠিক নিয়মে চুল আঁচড়ানোর পরামর্শ দিয়ে থাকেন।

তবে নিয়ম মেনে চুল আঁচড়ালেও চুল পড়ার সমস্যা কমে না। এর জন্য চিরুনি দায়ি নয় তো। তাহলে জানুন চিরুনি কতবার পরিষ্কার করতে হয়। 

চুল পড়ার হার কমাতে মাথার ত্বক পরিষ্কার রাখা যেমন প্রয়োজন তেমনি নিয়মিত চিরুনিও পরিষ্কার করা জরুরি।

আপনি যদি নোংরা চিরুনি দিয়ে চুল আঁচড়ান, তাহলে চুলের ক্ষতি হবে। এমনকী বাড়বে চুল পড়ার হার। পাশাপাশি মাথার ত্বকে দেখা দিতে পারে নানা সংক্রমণও।

তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।

বড় দাঁতের চিরুনি হলে দাঁতে ময়লা পড়ার আশঙ্কা কম থাকে। তাই প্রতি সপ্তাহে এটি পরিষ্কার করার প্রয়োজন নেই। মাসে একবার পরিষ্কার করে নিলেই চলবে।

সরু দাঁতের চিরুনিতে দ্রুত ময়লা জমে। প্রতি ১৫ দিন অন্তর এটি পরিষ্কার করুন।  

ফাইবারের চিরুনি কম বেশি সবাই ব্যবহার করেন। এগুলোতেও তাড়াতাড়ি ময়লা জমে। তাই ১৫ দিন পর পর এই চিরুনি পরিষ্কার করে নিন।

দ্রুত জট ছাড়াতে এমন বড় চিরুনি বেশ কাজে আসে। এগুলোতে ময়লা কম জমে। তাই মাসে একবার পরিষ্কার করলেই কাজ।

অনেকেই হেয়ার ব্রাশ এবং রোলার ব্যবহার করেন। আর এগুলি পরিষ্কার করা সবচেয়ে কঠিন। আর এগুলিতে ময়লা পড়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি। তাই ২০ দিন অন্তর হেয়ার ব্রাশ কিংবা রোলার পরিষ্কার করে নিন।