18 May 2025 

BY- Aajtak Bangla

কত টন ও স্টারের এসিতে ইলেকট্রিক বিল সবথেকে কম আসে?

আদ্রতা বাড়ছে। তাপমাত্রাও । ফলে এসি থাকা টেকা দায় হয়ে পড়েছে। তবে এসি চালাতেও ভয় করে। কারণ ইলেকট্রিক বিল।

গরমে এসি চালানো মানেই মাসে হাজার হাজার টাকা বিল আসে। তবে এসি যদি বুঝে কেনেন তাহলে বিল কম আসবে। 

এসির ক্যাপাসিটি ১ টন, ১.৫ টন বা ২ টন সাধারণত হয়। এর উপরও নির্ভর করে বিল কেমন আসবে। 

ইনভার্টার এসি ব্যবহার করলে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ বিল কম আসে। 

২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে এসি সেট করুন। তার থেকে কম তাপমাত্রা থাকলে বেশি বিদ্য়ুৎ খরচ হতে পারে। 

ফাইভ স্টার রেটিংযুক্ত এসি কিনুন। থ্রি স্টার বা টু স্টার এসির তুলনায় কম বিদ্যুৎ খরচ হয় ফাইভ স্টারে। 

এসির তাপমাত্রা খুব না কমিয়ে বরং ফ্যান হাল্কা করে ছেড়ে দিন। তাহলে বিল কম আসবে।

এসির ফিল্টার পরিষ্কার রাখুন। নোংরা ফিল্টার বেশি বিদ্যুৎ খরচ করায়।

কোনও কোনও ক্ষেত্রে এমন হয় যে, ঘুমোনোর কারণে রাতে ঘর ঠাণ্ডা হয়ে গেলেও এসি চলতে থাকে। সেক্ষেত্রে টাইমার সেট করে রাখুন।