27 October, 2024

BY- Aajtak Bangla

সন্তান জন্মের কত বছর পর দ্বিতীয় সন্তান নেবেন? সুস্থ শিশু চাইলে জানুন

এখন পরিকল্পনা করেই মা হন সকল মহিলা। তাতে মা ও সন্তান সুস্থ থাকে। 

জীবনের বড় সিদ্ধান্ত অত্যন্ত চিন্তাভাবনা করে নিতে হয়। তেমনই একটা সিদ্ধান্ত দ্বিতীয় সন্তান।

প্রথম সন্তান জন্ম নেওয়ার কতদিন পর মা হতে পারেন? সেটা জানা জরুরি। নইলে ৩ সমস্যা হতে পারে।

প্রথম ও দ্বিতীয় সন্তানের ফারাক কম হলে অনিচ্ছাকৃত গর্ভপাত ঘটার আশঙ্কা।

সময়ের আগেই জন্ম নিতে পারে দ্বিতীয় সন্তান। মানসিক বিকাশ ঘটবে না। বুদ্ধিহীন সন্তান হবে।

মা রক্তাল্পতায় ভুগতে পারেন। দ্বিতীয় সন্তান অটিজম বা স্কিৎজোফ্রেনিয়া হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার মাঝে অন্তত ২ বছরের ব্যবধান রাখুন।

দুই সন্তানের মধ্যে পাঁচ বছরের ব্যবধান রাখলে যথেষ্ট। তার বেশি আবার ঝুঁকিপূর্ণ।

গর্ভপাতের ক্ষেত্রেও ৬ মাস অপেক্ষা করা উচিত। গর্ভপাতের ৬ মাস পরে মা হওয়ার পরিকল্পনা করুন।  

কোভিডের সময় অনেকে মা হয়েছেন। কারণ বিশ্রাম পেয়েছেন। তাই সঠিক সময় বেছে নিন।