22 MARCH 2025
BY- Aajtak Bangla
চিকেন হোক বা মটন, মাংস মাত্রই ছুটির দিনে জমিয়ে খাওয়ার দিন।
ছুটির দিনে চিকেন বা মটন কার না প্রিয়! lতবে ১ কেজি চিকেন কতজন খেতে পারে জেনে রাখা জরুরি।
বাজারে সকলেই যান চিকেন কিনতে।
তবে যে চিকেন কিনে আনছেন তাতে কত পিস থাকে জানা আছে কি?
জানা থাকলে রাঁধতে যেমন সুবিধা হবে তেমনই পরিমাণ বোঝা যাবে।
কতটা চিকেন কিনলে কতজন খেতে পারবেন সেটাও বোঝার সুবিধা হবে।
তাই চিকেন কেনার আগে জানুন কত পিস থাকে।
১ কেজির চিকেনে ২০-২২টি ছোট পিস থাকবে।
পিস যদি বড় করে কাটানো হয় তাহলে ১৫-১৬ পিস হতে পারে।