BY- Aajtak Bangla

আপনার ব্রেনে কত GB তথ্য ধরে? রইল সহজ হিসাব

17 Janmuary, 2025

মানব মস্তিষ্কের ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য।

গবেষকদের মতে, মস্তিষ্ক প্রায় ২.৫ পেটাবাইট (PB) বা প্রায় ২৫ লক্ষ GB তথ্য ধারণ করতে সক্ষম।

মস্তিষ্কে আপনার অজান্তেই কোটি কোটি স্মৃতি, ধারণা, শব্দ, ছবি সংরক্ষিত থাকে।

দেখবেন, আপনাদের মনের মধ্যে নানা দৃশ্য থেকে যায়। এটা প্রায় ৩০ লাখ ঘণ্টার ভিডিওর সমান।

মস্তিষ্কের স্মৃতি ধারণক্ষমতা কেবল তথ্য সঞ্চয় করতেই নয়, সেই দ্রুত রিকল করতেও সক্ষম।

তবে, মস্তিষ্কে শুধুমাত্র প্রয়োজনীয় স্মৃতিই ধরে রাখা হয়। মস্তিষ্ক যেটা মনে রাখতে চায় না, সেই অপ্রয়োজনীয় অংশ মানুষ ভুলে যায়।

তথ্যের পাশাপাশি সৃজনশীলতা, চিন্তাশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতাও মস্তিষ্কের স্মৃতির ক্ষমতার ওপর নির্ভরশীল।

মস্তিষ্কের এই স্মৃতি ধারণ ক্ষমতা কম্পিউটার হার্ডড্রাইভের থেকেও বহু গুণ বেশি।

এত তথ্যের মধ্যে আমরা কেবল প্রয়োজনীয় তথ্যটুকুই দ্রুত খুঁজে বের করতে পারি। এটা মোটেও হেলাফেলা করার মতো বিষয় নয়।

মস্তিষ্কের তথ্য সংরক্ষণ ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য। তাই সেটাকে বয়স থাকতে কাজে লাগান!