04 March, 2025

BY- Aajtak Bangla

দেড় টনের এসি দিন-রাত চালালে কত কারেন্ট খায়? জেনে নিন 

গরমের দিনে এয়ার কন্ডিশনার (AC) ছাড়া থাকা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যারা দেড় টনের এসি ব্যবহার করেন, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয় যে দিন-রাত এসি চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 

এসির বিদ্যুৎ খরচ নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর, যেমন টনের ক্ষমতা, ব্যবহারের সময়, রুমের আকার ও বিদ্যুতের ইউনিট রেট। এখানে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো

সাধারণত ১.৫ টনের এসি ঘণ্টায় ১.৫ থেকে ১.৭ ইউনিট বিদ্যুৎ খরচ করে (যদি এনার্জি রেটিং ৩-স্টার হয়)।

যদি ১.৫ টনের এসি গড়ে ঘণ্টায় ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে, তাহলে ২৪ ঘণ্টায় ৩৬ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

যদি বিদ্যুতের ইউনিট প্রতি খরচ ৭ টাকা হয়, তাহলে মাসে (৩০ দিন) ৩৬ × ৩০ = ১০৮০ ইউনিট খরচ হবে।

এতে মাসিক বিদ্যুৎ বিল হবে ৭,৫৬০ টাকা (৭ × ১০৮০)।

এসির স্টার রেটিং গুরুত্বপূর্ণ। ৫-স্টার এসি তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে। ৩-স্টার বা তার কম রেটিংয়ের এসি বেশি বিদ্যুৎ খরচ করে।

১ টনের এসি ঘণ্টায় গড়ে ০.৮-১ ইউনিট বিদ্যুৎ খরচ করে। দেড় টনের এসি গড়ে ১.৫-১.৭ ইউনিট খরচ করে। ২ টনের এসি গড়ে ২ ইউনিট বা তার বেশি বিদ্যুৎ খরচ করে।

ইনভার্টার এসি ২০-৩০% কম বিদ্যুৎ খরচ করে সাধারণ এসির তুলনায়।

এখন আপনি যদি দীর্ঘ সময় এসি চালাতে চান, তবে ইনভার্টার ও ৫-স্টার এসি ব্যবহার করা ভালো। এতে বিদ্যুৎ খরচ অনেকটাই কমানো সম্ভব।