06 March, 2025

BY- Aajtak Bangla

দুবাই থেকে কতটা সোনা আনা যায়? নিয়মটা জানুন

ভারতীয় নাগরিকরা চাইলে বিদেশ থেকে সোনা আনতে পারেন, তবে নির্দিষ্ট নিয়ম ও শুল্ক মেনে চলতে হবে। 

ভারতীয় নাগরিকরা চাইলে বিদেশ থেকে সোনা আনতে পারেন, তবে নির্দিষ্ট নিয়ম ও শুল্ক মেনে চলতে হবে।

শিশুদের জন্য ৪০ গ্রাম পর্যন্ত সোনা করমুক্ত, তবে সোনা উপহার স্বরূপ প্রাপ্ত হলে বা কেনার রশিদ দেখাতে হবে।

পুরুষ যাত্রীরা ২০ গ্রাম পর্যন্ত সোনা আনতে পারেন।

নির্ধারিত পরিমাণের বেশি সোনা আনলে অতিরিক্ত জরিমানাও আরোপ করতে পারে।

নির্ধারিত সীমার বেশি সোনা আনলে অতিরিক্ত অংশের জন্য আলাদা নিয়ম রয়েছে।

মহিলা যাত্রীরা ৪০ গ্রাম পর্যন্ত সোনা আনতে পারেন, যার মূল্য ১ লক্ষ টাকা পর্যন্ত হলে কোনও সমস্যা নেই।

বুধবার সকালে দুবাই থেকে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার হন কন্নড় এই অভিনেত্রী।

আগের প্রতি বার ছাড়া পেয়ে গেলেও এ যাত্রায় রাজস্ব গোয়েন্দা দফতরের (ডিআরআই) হাতে ধরা পড়ে যান তিনি।