21 FEBRUARY,2025

BY- Aajtak Bangla

১ লিটার পেট্রোল বিক্রি করে কত টাকা পান পাম্প মালিক? জেনে নিন

বর্তমানে দেশে পেট্রোলের গড় দাম লিটার প্রতি ১০০ টাকার কাছাকাছি।

প্রতিদিন দেশের বড় তেল কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে।

জায়গা ভেদে পেট্রল বা ডিজেলের দামের তারতম্য দেখা যায়। কারণ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি পেট্রোল এবং ডিজেলের উপর জিএসটি আরোপ করে।

আমাদের রাজ্যে পেট্রল ও ডিজেল পাম্পের মালিকরা প্রতি লিটার তেল বিক্রি করে কত টাকা পান, সেটা জানেন?

কিন্তু আপনি জানেন ১০০ টাকার পেট্রোল ভরলে পেট্রোল পাম্পের কত টাকা লাভ হয়। পেট্রোল এবং ডিজেল বেচার জন্য কমিশন পায় পেট্রোল পাম্প মালিকরা।

পাম্প মালিকরা প্রতি কিলোলিটার পেট্রোলে ১৮৬৮.১৪ টাকা ও প্রতি কিলোলিটার ডিজেলে ১৩৮৯.৩৫ টাকা কমিশন পায়।

প্রতি কিলোলিটার মানে ১০০০ লিটার। অর্থাৎ পাম্প মালিকরা প্রতি লিটার তেলে প্রায় ২ টাকা কমিশন পায়।

সেই হিসেবে রাজ্য ভেদে পাম্প মালিকরা ১০০ টাকার পেট্রোলে প্রায় আড়াই টাকা কমিশন পায়।