09 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

এক নিমেষ= কত সেকেন্ড বলুন তো? অনেকেই জানেন না

কথায় কথায় তো বলেন 'এক নিমেষে বেরিয়ে গেল', 'এক নিমেষে সব শেষ' কিংবা 'এক নিমেষে কী যেন ঘটে গেল'!

এই সমস্ত কথা ব্যবহার হয় বারংবার একই শব্দ ব্যবহারের প্রতিশব্দ হিসেবে।

তবে এগুলো কি শুধুই কথার কথা, নাকি এর পিছনে রয়েছে কোনও অর্থ? অনেকেরই জানা নেই।

যেমন- এক পল ( বা এক পলকে একটু দেখা), নিমেষ, দণ্ড এই সমস্ত কিছুই আসলে সময় মাপার মাপকাঠি৷ 

তবে এর সঙ্গেও সেকেন্ড, মিনিট, ঘণ্টারও সম্পর্ক মাপা হয়৷ 

তবে আজ জেনে নিন, এই এক এক নিমেষই মানে কত মিনিটে হয়?

বেদ অনুসারে, এক নিমেষ= ০.৪ সেকেন্ড। সেরকমই 'ক্ষণ' হয় ৩ নিমেষে।

হিন্দু সৃষ্টিতত্ত্বে সময় হল অসীম এবং চিরন্তন৷ বেদ, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারত, সূর্য সিদ্ধান্ত ইত্যাদির বর্ণনা দেওয়া হয়েছে।

এভাবেই সূর্য সিদ্ধান্ত মতে এক নিমেষ অর্থাৎ, ৮৮.৯ মিলিসেকেন্ড৷ অন্য একটি মতে, ১ নিমেষ আসলে ১৬ মিনিটের সমান।