17 October, 2023

BY- Aajtak Bangla

খাওয়ার কতক্ষণ আগে জলপান? দিনে ক'লিটার? সুস্থ থাকার টোটকা

জলের আর এক নাম জীবন। জল ছাড়া আমরা বাঁচব না। অথচ এই জল খাওয়ারও একটি সঠিক নিয়ম আছে। 

জানলে অবাক হবেন কিন্তু সঠিক নিয়মে জল খেলে অনেক রোগ সেরে যায়। 

জেনে নিন ঠিক কীভাবে জল খাবেন। 

অনেকেই দাঁড়িয়ে জল খান। কিন্তু এটা সঠিক নিয়ম নয়। জল সবসময় বসে খেতে হয়। 

ঢকঢক করে বা খুব তাড়াতাড়ি জল খাওয়া একদম উচিত নয়। আস্তে আস্তে অল্প অল্প করে জল খেতে হয়। 

গরমকালে অনেকে ফ্রিজ থেকে সরাসরি ঠান্ডা জল খেয়ে থাকেন। কিন্তু এটা ঠিক নয়। 

আরও একটি বিষয় হচ্ছে যে খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে জল খেতে হয়। 

অনেকে আবার পর্যাপ্ত পরিমাণে জল খান না। সেজন্য শরীরে নানা সমস্যার সৃষ্টি হয়। 

 প্রাপ্তবয়স্ক লোকের আড়াই থেকে তিন লিটার জল খাওয়া উচিত। তিন লিটার মানে ৮ গ্লাস জল।