24 JUNE, 2023
BY- Aajtak Bangla
কত দিন অন্তর-কীভাবে জিন্স কাচলে রং চটবে না, জানুুন
এখন নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই কমন পোশাক হল জিন্স। গরমে একই শাড়ি কিংবা অন্য কোনও পোশাক বেশি দিন পরা যায় না। কিন্তু জিন্সের ক্ষেত্রে এই সমস্যা নেই।
তবে জিন্স ধোয়ার কিন্তু কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে না চললে অল্প দিনেই জিন্সের রং উঠে যেতে পারে।
জিন্স ঘন ঘন কাচা একেবারেই ঠিক নয়। বিশেষত যেগুলিতে ইলাস্টিক থাকে। বার বার জিন্স ধোয়ার কারণে কাপড় পাতলা হয়ে যায়। অল্প দিনেই ছিঁড়ে যেতে পারে।
তাই প্রতি সপ্তাহে নয়, ১৫ দিন অন্তর জিন্স কাচলে তা ভাল থাকে। তবে কাচার সময়ও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
গরম জলে জিন্স কাচবেন না। ঠান্ডা জলে কাচুন। তা হলেই রং অনকদিন টিকবে।
চেষ্টা করুন জিন্স উল্টো করে কাচতে। এতে রং ফিকে হবে না। ওয়াশিং মেশিনে না কেচে জিন্স হাতে ধুলেই ভাল।
ওয়াশিং মেশিনে কাচলে খারাপ হবে তাড়াতাড়ি।
কাচার পর জিন্স নিংড়াবেন না। বরং তারে ঝুলিয়ে দিন, এমনিই জল ঝরে যাবে।
খানিক ক্ষণ পর রোদে দিয়ে শুকিয়ে ফেলুন। রং ঠিক রাখতে জিন্স উল্টো করে রোদে শুকোতে দিতে হবে।
Related Stories
মাত্র ২ জিনিসেই হবে লক্ষ্মী পুজোর খইয়ের মোয়া, সেরা কায়দা জানুন
প্রাকৃতিক ডাই, নারকেল তেলে মেশান এই পাতার গুঁড়ো
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
মনকে রাখুন নিজের বশে, জানুন সাফল্যের গোপন কথা