2nd December, 2024

BY- Aajtak Bangla

কোন বয়সে কন্ডোম কেনা যায় জানেন? অধিকাংশই ভুলটা জানে 

সুরক্ষিত যৌন জীবনের জন্য কন্ডোমের বিকল্প আর কিছুই নেই।

এটি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির প্রাচীনতম রূপগুলির মধ্যে একটি। যা এইচআইভি সহ বেশ কিছু রোগের ঝুঁকি কমায়।

মানুষের যৌনতা নিয়ে নানান ধরনের প্রশ্ন থাকে এবং সেগুলি তারা সব সময়ই জানতে ভীষণভাবে ইচ্ছুক।

যৌন রোগ থেকে বাঁচতে কন্ডোম পরার উপদেশ দিয়ে যাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

যে কোনও মেডিক্যাল স্টোরে এই কন্ডোম কিনতে পাওয়া যায়। এটা কেনার সময় কোনও লজ্জা বা দ্বিধাবোধ করতে নেই। 

কিন্তু ঠিক কোন বয়সে কন্ডোম কেনা উচিত বা কন্ডোম কেনার জন্য সঠিক বয়স কোনটা?

অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। তবে কন্ডোম কেনার সঠিক বয়স কোনটি তাহলে জেনে নিন।

কন্ডোম কেনার ক্ষেত্রে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। আপনার মা-বাবার সম্মতি বা ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই কন্ডোম কেনার ক্ষেত্রে।

আপনি আইনত যে কোনো বয়সে কন্ডোম কিনতে পারবেন। অর্থাৎ সেভাবে কোনও দেশেই কোনওরকম আইন নেই ৷

তবে দেখা গিয়েছে, মেডিক্যালে স্টোরে খুব কমবয়েসি ছেলেদের অর্থাৎ আঠারোর নিচে থাকা পুরুষদের কন্ডোম দেওয়া হয় না ৷