21 December, 2024

BY- Aajtak Bangla

সান্তাক্লজের জন্মদিন কবে? আসল বয়সই বা কত, বহু মানুষই জানেন না 

বড়দিন মানেই সান্তাক্লজ আসার পালা।  

লাল পোশাক, লাল টুপি, সাদা চুল-দাড়ি মানেই সান্তা। 

বড়দিনে উপহারের ডালি সাজিয়ে হাজির হন সান্তাক্লজ। 

সান্তাক্লজ আসলে কে? কোথায় থাকেন? জেনে নিন...

কথিত আছে, সান্তাক্লজের আসল নাম সেন্ট নিকোলাস। 

তুরস্কের অন্তর্গত মাইরায় এক সময় বিশপ ছিলেন তিনি। 

দরিদ্রদের সাহায্য করতেন নিকোলাস। পরে সান্তা নামে পরিচিতি পান। 

সান্তাক্লজ ডট কম সূত্রে জানা গিয়েছে, সান্তার জন্ম ২৮০ এডিতে। তাঁর জন্মদিন ১৫ মার্চ।

জ্যোতিষ মতে, সান্তা ধনু রাশির জাতক।