30 JULY, 2023
BY- Aajtak Bangla
সুগার ফ্রি বলে এড়িয়ে যাবেন না, হতে পারে ক্যান্সার!
বাঙালিদের চা-তে একটু চিনি কম হলেই মুশকিল। চিনির পরিমাণ বেশি না হলে চায়ের ঠিক মজা পাওয়া যায় না।
কিন্তু সুগার আক্রান্ত রোগীদের কাছে চিনি খাওয়ার একটা উপায় আছে, সেটা হল সুগার ফ্রি।
বিগত কিছু বছর যাবত এই আর্টিফিসিয়াল সুইটনার বেশ ভালই ট্রেন্ড করছে।
এখন লোকেরা চিনির বদলে আর্টিফিসিয়াল সুইটনার অস্পর্টাম মানে সুগার ফ্রি ব্যবহার করেন।
অনেকসময় ডায়েট কোক, জ্যাম, চকলেট সুগার ফ্রি-এর নামে বাজারে বিক্রি হচ্ছে। আর অজান্তেই আপনি নিজের হাতে বিষ খাচ্ছেন, জানেন কি ?
সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) গবেষণা অনুযায়ী সুগার ফ্রি ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে।
অস্পর্টাম রেগুলার চিনির থেকে ২০০ গুণ বেশি মিষ্টি যা শরীরের পক্ষে ভয়ংকর ক্ষতিকারক।
ক্যান্সার জাতীয় ভয়ংকর রোগের কবল থেকে বাঁচতে হলে এখুনি ছাড়তে হবে সুগার ফ্রি।
এবার আর সুগার ফ্রি বলেই খেয়ে নেবন না। কারণ এর পরিণতি বিশাল ভয়ংকর হতে পারে।
Related Stories
কনকনে ঠান্ডাতে স্লিভলেস কীকরে পরেন মহিলারা? জানলে অবাক হবেন
রবিবারের মটন জমে যাবে, কুকারে বানালে কতগুলো সিটি দিলে?
লুচির সাদা তরকারির স্বাদ হবে ডবল, তেলে দিন এই মশলা
বাজারে পেলে কিনুন এই সবজি, খাসির মাংসের চেয়েও 'পাওয়ারফুল'