03 January 2025

BY- Aajtak Bangla

রসগোল্লা বা সন্দেশ নয়, আশাহত হলে 'লে হালুয়া' কেন বলা হয়? অবাক করা উত্তর

কোনও কাজ পণ্ড হলে বা আশা মতো কোনও কাজ না হলে অনেকেই 'লে হালুয়া' বলে ওঠেন।

কিন্তু অবাক করা প্রশ্ন হল কেন রসগোল্লা বা সন্দেশ, হালুয়ার নামে হল এই কথার প্রচলন?

'লে হালুয়া' কথাটি হতাশাব্যঞ্জক বা আশাহত পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়।

হালুয়া একটি মিষ্টি খাবার। হিন্দিতে 'লে' কথার অর্থ নাও। সেই মতো 'লে হালুয়া' শব্দের অর্থ হালুয়া নাও। কিন্তু শুধুই কি তাই? এর পিছনে কী অর্থ?

এর কোনও যুক্তিযুক্ত অর্থ নেই, তবে মনে করা হয়, যেহেতু হালুয়া অনতিমিষ্ট অর্থাৎ কম মিষ্টি। এতে মিষ্টত্বের ভাগ কম।

তাই মিষ্টান্ন ভেবে হালুয়া খেলে মিষ্টত্বের অভাব মনে হবে। যা খানিক আশাব্যঞ্জক বটে।

আবার আরও এক ধারণা রয়েছে, হালুয়া যেহেতু ঘাঁটা এক ধরনের মিষ্টি, তাই আশাহত পরিস্থিতি হলে হালুয়াকেই টেনে আনা হয়েছে।

এভাবেই 'লে হালুয়া'-র প্রচলন হয়ে থাকতে পারে বলে মনে করা হয়। তবে এর যথার্থ উত্তর অনেকেরই অজানা। 

'লে হালুয়া'-র অন্য কোনও অর্থ আপনার জানা থাকলে কমেন্টে এর উত্তর জানাতে পারেন।