BY- Aajtak Bangla
7 May 2024
নিমের তেল ত্বকের জন্য খুব ভালো বলে মনে করা হয়, এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বককে তরুণ রাখতে সাহায্য করে।
নিমের তেল মুখে লাগালে তা মুখের অকাল বার্ধক্য রোধ করতে সাহায্য করবে। এছাড়া এর আরও অনেক উপকারিতা রয়েছে, আসুন জানা যাক।
যদি আপনার মুখে বলিরেখা দেখা দেয় এবং বার্ধক্য দেখা দিতে শুরু করে তবে নিমের তেল তা কমিয়ে ত্বককে টানটান করে তুলবে। .
নিমের তেলে এমন অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ব্রণের সমস্যা চিরতরে দূর করে।
নিমের তেল মুখে লাগালে ত্বক গভীর ভাবে পরিষ্কার হয় এবং দাগও কমে। ।
নিমের তেল লাগালে ত্বক ময়েশ্চারাইজড থাকবে এবং আপনার ত্বক দ্রুত শুষ্ক দেখাবে না।
ত্বকে ইনফেকশন বা চুলকানির সমস্যা থাকলে নিমের তেল লাগালে উপকার পাওয়া যাবে।
রাতে ঘুমনোর আগে মুখে নিমের তেল লাগিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। প্রায় ১৫ মিনিট মুখে ম্যাসাজ করুন।
সকালে ইষদুষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক আর্দ্র থাকবে এবং তেলও উপকারী গুণ দেখাবে।
তবে মুখে নিমের তেল লাগানোর আগে প্যাচ টেস্ট করে নিন। অনেক প্রডাক্ট ব্যবহারে ত্বকে অ্যালার্জি হতে পারে।