30 March 2025
BY- Aajtak Bangla
টাকা ধার দেওয়ার পর বিপদে পড়তে হয়। অনেকে সেই টাকা আর ফেরত দিতে চায় না। তখন টাকা চাইতে সংকোচ বোধ করেন অনেকে।
তবে টাকা ধার দেওয়ার পর যদি ধার নেওয়া ব্যক্তি সেই টাকা দিতে না চায় তাহলে কীভাবে টাকা ফেরত পাবেন? তার কৌশল রয়েছে। আসুন জেনে নিই।
টাকা ফেরত পাওয়ার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে সেই ব্যক্তিকে মেসেজ করুন। তিনি কেমন আছেন, শরীর কেমন ইত্যাদি জিজ্ঞাসা করে টাকার কথাটা তুলুন।
টাকার অঙ্ক বড় হলে ভাগে ভাগে টাকা শোধ করতে বলুন। আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ চললে তা বলুন। এতে লজ্জা পাবেন না।
যিনি টাকা নিয়েছেন তিনি শোধ করতে না পারলে বিনিময়ে কিছু নেওয়ার চেষ্টা করুন। যেমন সেই ব্যক্তি যদি হাতের কাজ জানেন বা তাঁর কাছে কিছু থাকে, বিনিময়ে সেটা চাইতে পারেন।
যদি মনে হয়, ইচ্ছেকৃতভাবে সেই ব্যক্তি টাকা শোধ দিচ্ছেন না তাহলে তাকে সরাসরি টাকা শোধ করতে বলুন। প্রয়োজনে আপনার পক্ষের ও সেই পক্ষের কয়েকজনকে জানিয়ে রাখুন।
যদি টাকার পরিমাণ অল্প হয়, আর টাকার জন্য সম্পর্ক নষ্ট করতে না চান তাহলে চাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে সেই টাকাটা তাঁকে উপহার দিয়েছেন ভেবে ছেড়ে দিন।
তবে ধার দেওয়ার আগে সাবধান থাকা উচিত। ব্যক্তিত্বের ধরন দেখে ধার দিন। যদি মনে হয় টাকা ফেরত পাবেন না তাহলে ধার দেবেন না।
চেষ্টা করুন অল্প টাকা ধার দেওয়ার যাতে টাকা ফেরত না পেলেও আপনার কোনও অসুবিধে না হয়।