BY- Aajtak Bangla
11 NOVEMBER, 2025
রঙিন জামাকাপড় পড়তে সকলে ভালোবাসে। পছন্দের পোশাকের রং যাতে না ফিকে হয়, সেদিকে সতর্ক থাকতে হয়।
কিন্তু অনেক সময় বেশ কয়েকবার ধোওয়ার পরেই দেখা যায় কাপড়ের রং উঠতে শুরু করেছে।
কাপড় যত বেশি ব্যবহার হয়, রং স্বাভাবিকভাবে কম ভাল থাকে। দরকার ছাড়া একদম কাপড় কাচবেন না।
কাপড় কাচার সময় কিছু নিয়ম মেনে চলুন, এতে ভাল থাকবে কাপড়।
জামাকাপড় সব সময় উল্টো করে কাচুন। শোকানোর সময়ও উল্টো করেই শোকাবেন।
কাচার আগে অবশ্যই বেকিং সোডা বা ভিনিগার জলে মিশিয়ে কাপড় ডুবিয়ে রাখবেন।
সব সময় ঠান্ডা জলে কাপড় ধোবেন। গরম জলে ধুলে কাপড়ের রং, সুতো নষ্ট হয়ে যায়।
চেষ্টা করুন কাপড় শোকানোর জন্য ড্রায়ার কম ব্যবহার করার। এতে কাপড় নষ্ট হবে না।