20 January 2024

BY- Aajtak Bangla

এই কৌশল  জানলেই ট্রেনে-বাসে আর ফোন চুরি যাবে না

ট্রেনে বা বাসে উঠলেই ইদানীং অনেকের ফোন চুরি যাচ্ছে। 

পিকপকেটের মতো ফোন ছিনিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। 

বিশেষ করে বাস বা ট্রেনের জানলার ধারে বসে ফোন ঘাঁটলেই চুরি যাচ্ছে। 

ফোন চুরি ঠেকাবেন কী করে, জানুন...

বাসে-ট্রেনে উঠলে অবশ্যই ব্যাগের মধ্যে ফোন রাখুন। 

ট্রেনে-বাসে ফোন কখনওই সাইলেন্ট মোডে রাখবেন না।

ট্রেনে বা বাসে বসে মোটেই হাতে ফোন রাখবেন না।