29 JUNE 2025
BY- Aajtak Bangla
মুখ ভর্তি লাল লাল ব্রণ সৌন্দর্যটাই নষ্ট করে দেয়।
ব্রণ হলে কী করা উচিত, তা না জেনে অনেকেই খুঁটে ফেলেন সেটি। ততেই হয় সর্বনাশ।
ব্রণর সমস্যা রাতারাতি দূর করার জন্য রয়েছে একাধিক ঘরোয়া উপায়।
ব্রণর জায়গায় বরফ চেপে ধরে রাখুন কিছুক্ষণ। তবে রুমালে জড়িয়েই বরফ দেবেন, সরাসরি ত্বকে নয়।
তুলোয় করে এক ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে সরাসরি ব্রণের উপর লাগান।
সামান্য মধু নিয়ে ব্রণের উপর লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।
একটি গ্রিন টি ব্যাগ গরম জলে ডুবিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা টি ব্যাগটি ব্রণের উপর ৫-১০ মিনিটের জন্য রাখুন।
একটি অ্যাসপিরিন ট্যাবলেট সামান্য জল দিয়ে গুঁড়ো করে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্রণের উপর লাগান।
খুব সামান্য সাদা টুথপেস্ট ব্রণের উপর লাগিয়ে রাতভর রেখে দিন। সকালে ধুয়ে ফেলুন।