19 MARCH 2025
BY- Aajtak Bangla
কেনাকাটার ক্ষেত্রে দর-কষাকষির কৌশল ঠিকমতো শিখে ফেলতে পারলে অনেক অর্থ বাঁচানো যায়।
ভালোভাবে দরদাম করতে পারলে ক্রেতার দাম হাঁকানো শুনে যেমন ভয় পাবেন না, তেমনি পছন্দের জিনিসটিও উপযুক্ত মূল্যে কিনতে পারবেন।
তবে অনেকেই বাজার-দোকান করতে গিয়ে এই দর কষাকষি করতে পারেন না, ফলে যে দামে দোকানদার দেয় সেই দামেই কিনে নেন।
তাই কোনো কিছু কেনার সময় কিভাবে দর-কষাকষি করবেন তা শিখে নিন।
কেনার আগে বিভিন্ন দোকান ঘুরে পণ্যের গড় মূল্য সম্পর্কে ধারণা নিন। অনলাইনে বা অন্যান্য বাজারে দাম তুলনা করুন, যাতে বিক্রেতা বেশি দাম চাইলে বুঝতে পারেন।
দোকানদার কোনও পণ্যের যা দাম চাইছে, তাঁর হাঁকা দামের সঙ্গে রেশ রেখে দাম বলতে হবে।
দর-কষাকষির সময় আত্মবিশ্বাসী থাকুন। দ্বিধাগ্রস্ত দেখালে বিক্রেতা বুঝতে পারবে যে আপনি দর কমানোর ক্ষেত্রে দুর্বল।
কোনও পণ্য আপনার পছন্দ হলে দোকানিকে বুঝতে দেবেন না। স্বাভাবিক থাকুন, যেন জিনিসটি না পেলেও চলবে।
আলু মাখা, আলু চোখা ভাত-ডালের পাতে দারুণ। পুরো একথালা ভাত উঠে যাবে।
কঠোর থাকুন, কিন্তু ভদ্রতা বজায় রাখুন। দর-কষাকষিতে জেদ ধরুন, তবে অসভ্য হবেন না। ভালো ব্যবহার করলে বিক্রেতা আপনাকে গুরুত্ব দেবে।
দর-কষাকষির পরও যদি দাম না কমায়, তাহলে ‘থাক, লাগবে না’ বলে চলে যাওয়ার ভান করুন। অনেক সময় বিক্রেতা আপনাকে ধরে রাখবে ও কম দামে রাজি হবে।