14 December, 2023

BY- Aajtak Bangla

আশার এঁটো কাপ... ভদ্রতা-বিনয় শেখালেন কিং খান, দেখুন ভিডিও

সাধারণ ঘরের ছেলে ছিলেন। পরিশ্রম করে আজ তিনি বলিউডের বাদশা, শাহরুখ খান।

হাজার কোটির সম্পত্তি থাকলেও মাটিতেই পা শাহরুখের। তাঁর থেকে ভদ্রতা ও বিনয় শেখার।   

শাহরুখের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখলে আপনিও বুঝতে পারবেন কেন তিনি কিং খান। 

বিশ্বকাপের ফাইনালে দর্শকাসনে আশা ভোঁসলের পাশে বসেছিলেন শাহরুখ। হাসিঠাট্টা করছিলেন।

দেখা যায়, আশার হাতে থাকা এঁটো কাপ-প্লেট নিজের হাতে তুলে নেন শাহরুখ। 

আশা বারণ করেন। কিন্তু শাহরুখ শোনেননি। এঁটো কাপ নিয়ে সেখানকার কর্মীর হাতে দেন।  

আজকাল বড়দের সম্মান করা লোকে ভুলে যাচ্ছে। কিন্তু শাহরুখের বিন্দুমাত্র অহং নেই। 

সেই প্রবাদ মনে করিয়ে দেয়, যে গাছে যত ফল, সে তত ঝোঁকে। এসআরকে-এ তেমন। 

এখনকার দিনে একটু টাকাকড়ি এলেই মানুষ অহংকারী গয়ে ওঠেন। তাঁদেরও এটা দেখে শেখা উচিত।

রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। শাহরুখও এটাই দেখালেন।