13 March, 2025

BY- Aajtak Bangla

তাড়াতাড়ি ধনী হবেন, খালি এই ৪ ভুল করবেন না: চাণক্য নীতি

চাণক্য বলেছেন, কোনও বস্তুর সুগন্ধ ছড়ানোর জন্য শীতল বাতাসের প্রয়োজন হয়। কিন্তু কোনও ব্যক্তির গুণ বা ক্ষমতার বলার প্রয়োজন হয় না। তা সুগন্ধির মতো আপনাআপনি ছড়িয়ে পড়ে। 

সুগন্ধকে যেমন দমন করা যায় না, তেমনি ভালো গুণগুলোকেও দমন করা যায় না।

৪ জিনিস ত্যাগ করলেই আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বলছেন চাণক্য।

 অসৎভাবে অর্জিত অর্থ কখনও থাকে না। আজ না হলে কাল চলে যাবেই। অসততা এবং তা থেকে অর্জিত অর্থ ত্যাগ করাই উত্তম। 

যাঁরা ভুল পথে অর্থ উপার্জন করে তারা কখনও সাফল্য পায় না। সৎ পথে থেকে বুদ্ধিমত্তা দিয়ে আয় করুন, তাহলেই সফল হবেন। 

কথাবার্তা- কেউ কটু কথা বলে উন্নতি করতে পারেন না। কথাবার্তায় মাধুর্য থাকলে সাফল্য কাছে চলে আসবে। আজীবন সাফল্য পাবেন।

অহংকার- অহংকার শুধু সম্পদকেই নয়, সম্পর্কেও ধ্বংস করে। অহংকারী ব্যক্তির কাছে লক্ষ্মী আসে না। 

জ্ঞান, অর্থ অথবা অন্য কোনও জিনিস নিয়ে গর্ব করা উচিত নয়। টাকা নিয়ে অহংকার করলে মা লক্ষ্মী রেগে যান। 

চাণক্যের মতে, যে সম্পদের জন্য কাউকে নিজের ধর্ম বিসর্জন দিতে হয়, যার জন্য শত্রুদের তোষামোদ করতে হয়, তা পরিত্যাগ করাই শ্রেয়।

আচার্য চাণক্যর কথা মেনে চললে জীবনে কখনও বিপথগামী হবেন না। আপনি উন্নতি করবেন।