এনডিএ ছাড়াও, ইউপিএসসি পাইলট হতে ইচ্ছুক পুরুষদের জন্য সিডিএসই পরীক্ষাও পরিচালনা করে। সিডিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, প্রার্থীরা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি/ইন্ডিয়ান নেভাল একাডেমি/এয়ার ফোর্স একাডেমিতে (এএফএ) ভর্তির অধিকারী। এনডিএ-র প্রশিক্ষণের মতো, এখানকার প্রার্থীদের বিমান বাহিনী একাডেমিতে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর, প্রার্থীরা স্থায়ী কমিশনপ্রাপ্ত অফিসার পাবেন অথবা যেকোনো আইএএফ স্টেশনে পাইলট হিসেবে নিযুক্ত হতে পারবেন।