9 August,, 2024
BY- Aajtak Bangla
প্রত্যেকেরই অর্থ উপার্জন করার ইচ্ছা থাকে। সকলেই চান ধনী হতে।
ধনী ব্যক্তিদের ৭ অভ্যাস থাকে যা মানলে আপনিও হতে পারেন বড়লোক।
লক্ষ্য স্থির ও পরিকল্পনা- জীবন নিয়ে কোনও পরিকল্পনা না থাকলে ধনী হওয়া যায় না। তাই জীবনে একটি পরিকল্পনা তৈরি করে তা পূরণ করার সময় বেঁধে নিন।
ধনীদের সবসময় লক্ষ্য স্থির থাকে। সেই অনুযায়ী পরিকল্পনা করেন। ছোট ছোট পরিকল্পনা পূরণ করতে সপ্তাহ, মাস এবং বছর লাগে। ভাবুন ২০ বছর পর নিজেকে কোথায় দেখতে চান।
খরচ নিয়ন্ত্রণ- অর্থ উপার্জনের সর্বোত্তম উপায় হল সঞ্চয়। দৈনন্দিন খরচ কমানো এবং বিনিয়োগ বাড়ানো।
আয়ের একাধিক উৎস- শুধুমাত্র একটি কাজ করলেই ধনী হবেন না। অর্থ উপার্জনের জন্য কমপক্ষে ২-৩টি আয়ের উৎস থাকতে হবে।
সময় দেখে কাজ নয়- ধনীরা সময় ধরে কাজ করে না। ধনী হতে গেলে আরাম, বিশ্রাম ছাড়তে হবে।
নিজেকে আপগ্রেড- নতুন কাজ শেখা, নতুন প্রযুক্তির সঙ্গে সড়গড় হয়ে উঠতে হবে। তাহলেই অর্থ উপার্জন বাড়বে।
ঝুঁকি- অঙ্ক কষে ঝুঁকি না নিলে জীবনে এগোতে পারবেন না। তাই আয় বাড়াতে আপনাকে ঝুঁকির সিদ্ধান্ত নিতে হবে। আরামে কাটালে চলবে না।
বিষাক্ত সম্পর্ক- মানসিকভাবে সুস্থ থাকা জরকার। তাই এমন বন্ধু-স্বজনদের থেকে দূরে থাকুন যাঁরা হতাশা বাড়ায়।