5 May, 2024
BY- Aajtak Bangla
এখন সকলের হাতেই ফোন। স্মার্টফোনের মুঠোয় দুনিয়া। গোপন ও ব্যক্তিগত নানা তথ্য থাকে এতে।
বাজারে ১০ হাজার থেকে ৫ টাকা পর্যন্ত ফোন আছে। আর এখন পাল্লা দিয়ে বেড়েছে স্মার্টফোনের চুরি।
ফোন চুরি হয়ে গেলে আর্থিক ক্ষতির সঙ্গে গোপন ও ব্যক্তিগত নানা ছবি-তথ্যও হাতছাড়া হয়।
অনেকেই জানেন না, হারিয়ে বা চুরি যাওয়া ফোন কীভাবে পাবেন। রইল সহজ টিপস।
স্মার্টফোন হারালেই অভিযোগ করুন CEIR পোর্টালে- https://www.ceir.gov.in/। সরকারি পোর্টাল এটি। ফোন ব্লক করতে পারেন। ফেরতও।
CEIR Tracking এই পোর্টালে আইএমইআই নম্বরের সাহায্যে স্মার্টফোন হারানো বা চুরির অভিযোগ জানান।
CEIR পোর্টালে রিপোর্ট করতে ফোন নম্বরের সঙ্গে IMEI নম্বর প্রয়োজন হবে।
CEIR Mobile Blocking ফোন ব্লক করার জন্য আপনার স্মার্টফোনের তথ্য ও থানায় দায়ের করা অভিযোগের একটি কপি দরকার।
CEIR ওয়েবসাইটে আপনার ফোন ব্লক হয়ে গেলে কেউ ব্যবহার করতে পারবে না।
খোয়া হওয়া ফোন খুঁজে পেলে কীভাবে আনব্লক করবেন- এই পোর্টালে আইডি ও মোবাইল নম্বর যোগ করুন।