BY- Aajtak Bangla
18th January, 2024
মুরগীর ডিমের পাশাপাশি হাঁসের ডিম খেতেও কিন্তু দারুণ।
হাফ বয়েল হাঁসের ডিম যে না খেয়েছে সে জীবনের আসল স্বাদটাই মিস করে গিয়েছে।
কিন্তু এই হাঁসের ডিম সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে।
মুরগীর ডিম যতটা সহজে সেদ্ধ হয় হাঁসের ডিমের ক্ষেত্রে সেয়া হয় না।
হাঁসের ডিম সেদ্ধ হতে সময় লাগে। কিন্তু সেটা কত সময় তা অনেকেই সঠিকভাবে জানেন না।
আর তাই এই ডিম সেদ্ধ হওয়ার আগেই অনেকে গ্যাস থেকে নামিয়ে নেন।
আসুন তাহলে জেনে নিন হাঁসের ডিম সেদ্ধ হতে কতটা সময় নেয়?
জানা যাচ্ছে, হাঁসের ডিম সেদ্ধ হতে ১৫ থেকে ২০ মিনিট সময় নেয়।
এই সময়ের মধ্যেই ফুল বয়েল ডিম হয়ে যায়।