24 April, 2025

BY- Aajtak Bangla

ব্রেন চলবে কম্পিউটারের মতো, চাঙ্গা হবে মন, ৮ ঝক্কাস টোটকা

প্রতিযোগিতার জমানায় মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। সেজন্য দরকার চাঙ্গা মস্তিষ্ক। 

মস্তিষ্ককে শক্তিশালী করতে কয়েকটি অভ্যাস নিয়মিত মেনে চলবে হবে।

স্বাস্থ্যকর ডায়েট- ফল, শাকসবজি, গোটা শস্য, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট খান। পাতে রাখুন- মাছ, ফ্ল্যাক্সসিড ও ড্রাই ফ্রুটস।

শরীরচর্চা- মস্তিষ্ককে সচল রাখলে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট শারীরিক কসরত করুন। 

মানসিক চাপ মুক্ত- চাপ কাটাতে ধ্যান বা যোগ ব্যায়াম করুন। মোবাইল না ঘেঁটে বই পড়ুন। 

ঘুম- মস্তিষ্ক কার্যকর রাখতে রোজ ৭-৮ ঘণ্টার ঘুম দরকার। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠুন।

মেলামেশা- একাকী থাকবেন না। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা করুন। 

মানসিক কসরত- নতুন ভাষা শেখা, বই পড়া, ধাঁধার সমাধান ও শব্দছক করলে মস্তিষ্ক চাঙ্গা থাকে।

নেশামুক্ত- অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান করবেন না।

মোবাইলে রিলস ও ভিডিও দেখা কমান। সাইকেল চালান। খেলাধুলো করুন। বাড়িতে বাগান করুন।

হাইড্রেটেড থাকার জন্য সারাদিন প্রচুর জলপান করুন। এটি মস্তিষ্ককে সুস্থ রাখে।