17 December 2024
BY- Aajtak Bangla
শীতকাল মানেই কমলালেবু খাওয়ার সেরা সময়।
বিশেষজ্ঞদের মতে, কমলালেবুতে প্রচুর পুষ্টি রয়েছে। নিয়মিত কমলালেবু খেলে নানা উপকার পাওয়া যায়।
শীতে বাজারে ছেয়ে থাকে কমলালেবু। তবে কিনতে গিয়ে অনেকেই ঠকে যান।
কমলালেবু কেনার সময় এই জিনিসগুলি মাথায় রাখলে ঠকবেন না।
কমলালেবু কেনার সময় ফলের ওজন দেখুন। ভারী কমলালেবু হবে বুঝবেন বেশি রসালো। আর কম ওজনের কমলালেবু হলে বুঝবেন রসালো নয়।
কেনার সময় কমলালেবুর গায়ে আলতো চাপ দিন। যদি শক্ত থাকে, তা হলে বুঝবেন কমলালেবু পুরোটা পাকেনি।
কমলালেবুর খোসা মোটা হলে সেই লেবু কিনবেন না।
কমলালেবুর খোসায় দাগ বা গর্ত থাকলে কিনবেন না।