BY- Aajtak Bangla

কম দামে সেরা জিন্স পাবেন, দোকানদার দিলেন সিক্রেট টিপস

24 Sep, 2024

উত্‍সবে না ফিরলেও পুজোয় জামা-কাপড় অনেকেই কিনছেন।

বচ্ছরকার দিনে নতুন জামা-প্যান্ট কয়েকটা না-কিনলেই নয়।

ছেলে বা মেয়ে, জিন্স প্যান্টের কদর অটুট। ভাল মানের জিন্সের দাম বেশি।

আসুন, দেখে নেওয়া যাক, ভাল জিন্স প্যান্ট কেনার সময় কী কী দেখে নেবেন। জানালেন একটি নামী জিন্স ব্র্যান্ডের শোরুমের মালিক।

জিন্স কেনার সময় খানিকটা অংশ হাতের মুঠোয় খানিক্ষণ চেপে রাখুন। যদি কুঁচকে কাগজের মতো হয়ে যায়, না কেনাই ভাল।

বুঝবেন, প্যান্টটি সংরক্ষিত করার জন্য বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এবং কয়েকবার ধোয়ার পরে এটি পরার যোগ্য থাকবে না।

জিন্সের যে অংশটি সেলাই করে জোড়া, সেখানে জোরে টান দিন।যদি সুতো আলগা হয়ে যায়, কিনবেন না।

জিন্স প্যান্টের নীচে যেসব হেম সেলাই দেওয়া থাকে, সেগুলির একটি স্ট্যান্ডার্ড মাপ রয়েছে, সেটা প্রস্থে ৪ সেমি হয়।

যদি কোনও প্যান্টের নীচে হেম না থাকে অথবা খুব সাধারণভাবে সেলাই করা থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আপনি হাতে একটি লো কোয়ালিটির প্যান্ট।

যেসব প্যান্ট স্ট্রেচ করে অর্থাৎ টানলে বড় হয় সেসব প্যান্ট হাতে নিয়ে একটু জোরে টান দিয়ে দেখুন।

ভাল কোয়ালিটির জিন্স যে কোনও অবস্থা থেকে এর আগের অবস্থায় ফিরে যেতে সক্ষম।