16 October, 2023

BY- Aajtak Bangla

অন্তর্বাস কেনার আগে অবশ্যই এগুলি জেনে রাখুন

অর্ন্তবাস দেখা যাবে না। তাই এতে বেশি খরচের মানে হয় না। অনেকেই এই নীতিতে চলেন। এটি কিন্তু মোটেও ঠিক নয়। 

অন্তর্বাস সব সময়ে ভাল মানের হওয়া উচিত। পাশাপাশি তার সাইজও একেবারে মাননসই হওয়া গুরুত্বপূর্ণ।

পুরুষ ও মহিলাদের অন্তর্বাস কেনার সময়ে কোন কোন বিষয় মাথায় রাখা উচিত? জেনে নিন এক নজরে। 

কাপড়- প্রথমেই নজর দিন মেটিরিয়ালে। ১০০% সুতি ছাড়া কিনবেন না। 

ফিট- অনেকে অতিরিক্ত টাইট অন্তর্বাস কেনেন। এমনটা করলে কিন্তু চর্মরোগের সম্ভাবনা বাড়ে।

বেশি টাইট অন্তর্বাস আরামদায়কও নয়। আপনার সঠিক মাপ অনুযায়ী অন্তর্বাস কিনুন। 

অন্তর্বাস এমন একটি জিনিস, যা ট্রায়াল দিয়ে কেনা যায় না। তাই কেনার সময়ে মাপের বিষয়ে অবশ্যই সচেতন থাকুন।  

প্রয়োজন মাথায় রাখুন- রোজের ব্যবহারের অর্ন্তবাস আলাদা। 

অফিস যাওয়ার অর্ন্তবাস আর জিমের অর্ন্তবাস এক নয়। সেটি মাথায় রেখে কিনুন।