BY- Aajtak Bangla

মোবাইলে ব্যস্ত এদিকে ধূলো পড়েছে সাধের বইতে, যত্ন নেবেন কীভাবে?

6th May, 2024

বর্তমানে মোবাইল ফোনে সবাই এতটাই ব্যস্ত থাকে যে বই পড়ার সময় এখন আর কেউই পান না।

কিন্তু একটা সময় বই পড়তে আমরা সকলেই ভালোবাসতেন। কিন্তু সেই বইতে এখন ধুলো জমেছে।

নিজের প্রিয় সেই বইগুলোর যত্ন যদি এইভাবে নেন, তাহলে সেই বই দীর্ঘদিন ধরে ভাল থাকবে।

বইয়ে হাত দেওয়ার আগে দুই হাত ভালো করে ধুয়ে নিন। হাতে লেগে থাকা তেল, ময়লা বইয়ের মলাট ও ভেতরের পৃষ্ঠার ক্ষতি করতে পারে। এ থেকে সৃষ্টি হয় দাগ, যা কখনোই দূর করা যায় না।

বই পড়ার সময় খাওয়া-দাওয়া করবেন না। কারণ বইতে খাবারের ছিঁটে পড়লে তা উঠতে চায় না। তাই খাবার থেকে দূরে রাখুন বইকে।

শেলফের তাক থেকে বই বের করার সময় পুট বা শিরদাঁড়ার ওপরের অংশ ধরে টান দিলে পুট ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশের দুটি বই হালকা চাপ দিয়ে সরিয়ে কাঙ্ক্ষিত বইটির পুটের মাঝ অংশ বরাবর ধরে টান দিন।

বইয়ের কোন পৃষ্ঠা পড়ছেন, তার নিশানা রাখতে পাতলা বুকমার্ক ব্যবহার করুন।

পেপারব্যাক ও ছোট হার্ডব্যাক বই সোজা করে দাঁড় করিয়ে তাকে রাখুন। বই যেন কোনো দিকে হেলে না পড়ে, সেটা নিশ্চিত করুন।

সরাসরি রোদ থেকে বই দূরে রাখুন। সুর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি বইয়ের ওপর পড়লে সময়ের সঙ্গে সঙ্গে মলাটের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে।